কুমিল্লার চৌদ্দগ্রামে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মুরাদ হাসান মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সে উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
জানা গেছে, চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল ও ওসি তদন্ত শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে মামুনকে(২৮) ফেনী শহর এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আলাউদ্দিন ও আজিজ হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে ওসি শুভ রঞ্জন চাকমা জানিয়েছে।
অপরদিকে প্রতিপক্ষ গ্রুপ মামুনকে অপহরণ করেছে অভিযোগ তুলে তার সমর্থকরা স্থানীয় একটি ক্লাব ভাংচুর করে।
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল