ভারতের শিশু শোধনাগারে দেড় বছর আটক থাকার পর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে দুই বাংলাদেশি কিশোর। বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
ফিরে আসা দুই কিশোর হলো কুমিল্লার বুড়িচং উপজেলার হরিসপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে আল-আমিন ও রাজশাহীর গোদাগাড়ীর চড়কানা গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে মনিরুল মোমেন।
ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, বুধবার দুপুরে বাংলাদেশি হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে ১৩ থেকে ১৫ বছর বয়সী দুই কিশোরকে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। তারা ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শিশু শোধনাগারে আটক ছিল।
হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এসআই ডিকে ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নানসহ অন্যান্য সদস্যরা।
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল