ভারতের মেদেনীপুরের ‘আঞ্জুমান-ই-কাদেরিয়া’র ১১৫তম বার্ষিক ওরশে যোগদানের জন্য বাংলাদেশের বিশেষ ট্রেন চুয়াডাঙ্গা সীমান্ত হয়ে ভারতে গেছে। ২ হাজার ১৩৭ জন যাত্রীর ইমিগ্রেশন কাজ শেষে বুধবার বেলা ১০টায় ট্রেনটি চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত অতিক্রম করে। প্রতি বছর মেদেনীপুরের জোড়া মসজিদে এ ওরশ অনুষ্ঠিত হয়।
১৯০২ সাল থেকে বাংলাদেশ ও ভারত যৌথভাবে ওরশে অংশগ্রহণকারী যাত্রীদের যাতায়াতের জন্য এ ট্রেনের ব্যবস্থা করে থাকেন।
সংশ্লিষ্ঠরা জানান, প্রতি বছরের মতো এবারও আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (র.) বিশতম বংশধর হযরত আলী আব্দুল কাদের শামসুল কায়েদ শাহ মোরশেদ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি মেদেনীপুর আলাইহিস সালাম এর ১১৫তম বার্ষিক ওরস শরীফে যোগ দিতে নারী-পুরুষ এ বিশেষ ট্রেনে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার রাত্রে ওরশ অনুষ্ঠিত হবে। ওরশ শেষে ১৮ ফেব্রুয়ারি ট্রেনটি দেশে ফিরে আসবে।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব