সিদ্ধিরগঞ্জে ৮ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জহিরুল ইসলাম শাহাদাৎ (২৪) ওরফে শাহাজাত নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জে পূর্ব পাইনাদি সিআইখোলা এলাকা থেকে উপ-পরিদর্শক আমিনুল ইসলাম তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম শাহাদাৎ নাসিক সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড পূর্ব পাইনাদি সিআইখোলা এলাকার আবু আক্কাস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ২২ জানুয়ারি সন্ধ্যায় শিশুটির মা তাকে ঘরে রেখে পাশের বাসায় যায়। এই সুযোগে ওই বাড়িওলার ছেলে জহিরুল শিশুটিকে বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়ে ছাদের উপরে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে তার মা এবং আশেপাশের লোকজন ছুটে আসলে জহিরুল পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার