ময়মনসিংহ গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলা সদরের নিজ বাসায় ফেরার পথে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহাম্মদ জানান, হিরণ গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী নেত্রকোনার পূর্বধলা থানায় সহিংসতার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব