সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ হওয়ার ৭ দিন পর ওমর আলী (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার বড়ধুল ইউনিয়নের বিলকুমলা এলাকায় যমুনা নদী থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওমর আলী একই ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গত ৭ ফেব্রুয়ারি জমিতে মসুর কালাই তুলতে গিয়ে নিখোঁজ হন ওমর আলী। বুধবার দুপুরে ওমর আলীর মরদেহ জেলেদের জালে ওঠে। তারা মরদেহটি নদীর কিনারে এনে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের সাথে বস্তা বাঁধা ছিল বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব