ঠাকুরগাঁওয়ে মহাসড়কে চাঁদা তোলাকে কেন্দ্র করে সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। বুধবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাসড়কে চাঁদা তোলাকে কেন্দ্র করে জেলা ট্রাক ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন মালিক সমিতি’র মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে সন্ধ্যায় শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে। এসময় মালিক সমিতি’র একটি ঘর পুড়িয়ে দেয় তারা। প্রায় এক ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ