আজ ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলার ৩৩তম জন্মদিন। ১৯৮৪ সালে এ দিনে চুয়াডাঙ্গা 'জেলা'য় উন্নীত হয়। এবারই প্রথম দিনটি উদযাপনের জন্য কর্মসূচি হাতে নিয়েছে জেলার ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘সুন্দরম মিডিয়া’।
'সুন্দরম মিডিয়া'র মুখপাত্র মারুফ হাসান পলাশ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার জন্মদিনে কেক কাটাসহ জাকজমকপূর্ণ কর্মসূচি পালন করা হবে। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এসব কর্মসূচিতে জেলার সাহিত্য, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ব্রিটিশ শাসনামলে চুয়াডাঙ্গা মহকুমা হিসবে ভারতের নদীয়া জেলার অধীন ছিল। ১৯৪৭ সালের দেশ ভাগের পর চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর মহকুমা নিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের কুষ্টিয়া জেলা গঠন করা হয়। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে হুছাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গাকে জেলার স্বীকৃতি দেয়া হয়। মোহাম্মদ আজিজুল হক ভুঁইয়া চুয়াডাঙ্গা জেলার প্রথম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল