চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রডাক্টস বিজনেশ প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম। কর্মশালার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম জুয়েল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষিবিদ ড. মোঃ হামিম রেজা, ড. মোঃ সাইফুর রহমান, ড. মোঃ জমির উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান হানু, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ শুকুরুদ্দীন প্রমুখ। কর্মশালায় আমচাষী ও বাগান মালিকগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল