‘জঙ্গি-মাদকের প্রতিকার-বাংলাদেশ পুলিশের অঙ্গিকার’ এই স্লোগানকে ধারণ করে পঞ্চগড়ে জঙ্গি-মাদকের বিরুদ্ধে মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পুলিশ লাইনস ড্রিলশেডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলার ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, কাজী, উদ্যোক্তা, সমাজকর্মী এবং পুলিশিং কমিটির সদস্যদের সাথে এই মত বিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী কার্যালয়ের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা এবং বিশেষ অতিথি পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ আগতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অতিরিক্ত জেলা পুলিশ সুপার কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভা আয়োজন করে পঞ্চগড় জেলা পুলিশ ।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল