কক্সবাজারের চকরিয়ায় একটি সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের ইলিশিয়া এলাকায় দাখিল পরীক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষার্থীরা কেন্দ্রে পরীক্ষা দিতে যান।
আহত পরীক্ষার্থীরা হলেন আয়েশা ছিদ্দিকা, মোহাম্মদ রিজভী, শাহিনা আকতার, শারমিন আকতার, মো. শহীদ, আরিফুল ইসলাম, হেলাল উদ্দিন, মো. রায়হান, মাহমুদুল ইসলাম, আলী আজগর, এলিজা খাতুন, মোস্তফা জামাল, মনিরা বেগম, হাদিসা আকতার ও নাইমা সুলতানা।
বাসটিতে ঢেমুশিয়া মোহছেনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৫৪ জন পরীক্ষার্থী ছিল। সকাল নয়টায় ইলিশিয়া বাজার থেকে পরীক্ষাকেন্দ্র সাহারবিল আনোয়ারুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্দেশ্যে বাসটি রওনা দেয়। একটি টমটম গাড়িকে অতিক্রম করার সময় সড়কের পার্শ্ববর্তী একটি মৎস্য প্রকল্পের খাদে পড়ে যায়।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা