ময়মনসিংহের চুরখাই এলাকায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রফিকুল ইসলাম কাজল (২২) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো: হেলাল উদ্দিন এই রায় দেন। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানাও করেন আদালত। রফিকুল ইসলাম ময়মনসিংহ সদর থানার চুরখাই গ্রামের (মৃত) আবু বক্কর এর পুত্র।
রাষ্ট্রপক্ষের আইনজীবি কবির উদ্দিন ভূঁইয়া বলেন, ২০১২ সালে ২৩শে জুন ময়মনসিংহ শহরের চুরখাই এলাকার চাঁন মিয়ার মেয়ে সনিয়া আক্তার (৭) বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে পুকুর থেকে মৃত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন