চুয়াডাঙ্গা সদর উপজেলার খাসপাড়া গ্রামে আগুন লেগে চারটি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে চারটি পরিবারের
সাতটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। আগ্নিকাণ্ডে নগদ এক লাখ টাকা, ৫টি ছাগল, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গ্রামবাসী জানায়, গ্রামের আব্দুল মান্নানের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাড়ির লোকজন ঘুম থেকে জেগে উঠতে উঠতেই একই এলাকার কালু পাঠানের একটি বসত ঘর দুটি ছাগল, আবদুল খালেকের ৩টি বসত ঘর, ৬০ হাজার টাকা এবং ৫টি ছাগল, আবদুল মান্নানের ৩টি বসত ঘর নগদ ২০ হাজার টাকা, হোসনে আরা বেগমের একটি বসত ঘর ও নগদ ২০ হাজার টাকাসহ ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান।
এ ঘটনায় আবদুল মান্নান, তার মা ফুলজান বেগম এবং স্ত্রী নাছিমা খাতুন আগুনে পুড়ে আহত হন।