চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় কন্সট্রাকশন ব্যবসায়ী লিটন বণিকের (৪৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। লিটন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার বণিকপাড়ার মৃত মনসা বণিক ও রাণী বণিকের ছেলে।
হাটহাজারী থানার এসআই আবু বক্কর সিদ্দিক বলেন, হাটহাজারীর জোবরার বড়ুয়াপাড়ায় ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তানসহ থাকতেন লিটন বণিক। বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে লিটনের কলহ চলছিল। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে লিটন বাসায় ফিরেন। রাতের কোন সময় তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। সকালে মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।