তিস্তা নদীর ন্যায্য হিস্যা প্রদান ও উত্তরাঞ্চলকে মরুকরণের ষড়যন্ত্রের প্রতিবাদে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রংপুর থেকে রোডমার্চটি তিস্তা ব্যারেজে এসে সমাবেশের মধ্যে দিয়ে রোডমার্চের সমাপ্তি ঘটে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
ব্যারেজের দক্ষিণ পাশে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, প্রবীন রাজনীতিবিদ মোহাম্মদ আফজাল, সিপিবি নেতা শাহাদত হোসেনসহ অন্যান্য নেতারা।
এর আগে বুধবার বগুড়া থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ কর্মসূচি শুরু করা হয়।