কুমিল্লার চৌদ্দগ্রামে মেরিনা আক্তার নামের ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সে বাড়ি না ফেরায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মেরিনাকে না পেয়ে তার মা হালিমা বেগমসহ পরিবারের লোকজনের কান্না থামছে না। নিখোঁজ মেরিনা চৌদ্দগ্রাম পৌরসভার কমলপুর গ্রামের মৃত মোসলেম হাজারীর মেয়ে।
জানা গেছে, গত শনিবার সকালে মেরিনা চৌদ্দগ্রাম বাজারস্থ স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। এরপর আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে তার মা হালিমা বেগম বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী(নং-৯৭৪) করেছে। কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার