নওগাঁর ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কারী আব্দুল জলিলকে (৬৫) অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এদিকে তাকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওসি রকিবুল ইসলাম।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উমার ইউনিয়নের গাংরা গ্রামের বাড়ির উঠান থেকে তিনি নিখোঁজ হন। তিনি ওই গ্রামের মৃত ফজের আলী সাকিদারের ছেলে।
জানা গেছে, উপজেলার আমাইতাড়া বাজার থেকে ভ্যান যোগে সাড়ে ৭টার দিকে বাড়ি ফিরছিল। সাড়ে ৮টা পর্যন্ত তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। পরিবারের লোকজন বাড়ির উঠানের এক পাশে তার ব্যবহৃত ব্যাগ এবং কিছু দূরে মাঠের মধ্যে টুপি ও জুতা পড়ে থাকতে দেখতে পান। আব্দুল জলিলের ছেলে সাজ্জাদ হোসেনকে পূর্ব শত্রুতার জেরে তাকে অপহরণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ধামইরহাট থানার ওসি রকিবুল ইসলাম জানান, পরিবারের লোকজন ওই রাতেই বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে আব্দুল জলিলের স্ত্রী সুফিয়া খাতুন বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তাকে উদ্ধারের জোর চেষ্টা চালানো হচ্ছে।