পটুয়াখারীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচটি গ্রামের অন্তত আড়াই হাজার পরিবারে জীবন-জীবিকায় বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ৫৪/এ পোল্ডারের হাফেজ প্যাদার হাট সংলগ্ন এলাকায়(লোন্দায়) বেড়িবাঁধের দুই শ’ ফুট বিধ্বস্ত দশা হয়েছে। এখন মূল বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, মাত্র দুই শ’ ফুট বেড়িবাঁধ মেরামত না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এ বাঁধটি ভেঙে গেলে লবণ পানি ঢুকে কৃষকদের চাষাবাদ বন্ধ হয়ে যাবে। এর ফলে ধানখালীর লোন্দা, গিলাতলা, ছইলাবুনিয়া, ধানখালী ও পাঁচ জুনিয়া গ্রাম লোনা পানিতে প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এ বাঁধটি জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন বলে তারা দাবি জানান।
ওই এলাকার মহিলা দোকানি মিনারা বেগম বলেন,‘এই জায়গার অপদা (বাঁধ) ভাইঙ্গা গ্যালে সব ডুইব্যা যাইবে। মোরা বাড়িঘরেও থাকতে পারমুনা।’
স্থানীয় শিক্ষানুরাগী আব্দুল হালিম প্যাদা জানান, বাঁধটির এক তৃতীয়াংশ ভেঙে গেছে। যে কোন সময় নদীতে বাঁধটি সম্পূর্ণভাবে বিলীন হয়ে গোটা এলাকায় লবণ পানি প্রবেশ করার ভয় রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের জানান, বাঁধটি রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার