৩৬ বছর আগে ডাকাতির কবলে পড়ে কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম কাজী জাহাঙ্গীর আলমের আতিথেয়তা গ্রহণের স্মৃতিচারণ করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বৃহস্পতিবার দুপুরে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি রাতের ঘটনা তুলে ধরে কৃতজ্ঞতা ভরে কাজী জাহাঙ্গীর আলমকে স্মরণ করেন।
মন্ত্রী বলেন- ‘তখন আমি ছাত্রলীগ এর রাজনীতি করি। ১৯৮১ সালে এক রাতে আমি বাসে চড়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলাম। এখন তো ছাত্র নেতারা বাসে চড়েন না, তাদের বিলাস বহুল গাড়ি ছাড়া চলে না। চান্দিনার কাছাকাছি রাত সাড়ে ১২টায় গাড়ি ডাকাত দলের কবলে পড়ে। সর্বস্ব লুট হয়ে যায়। খবর পেয়ে কাজী জাহাঙ্গীর আলম আমাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন। খাচা থেকে মুরগী জবাই করে আর পুকুরের মাগুর মাছ দিয়ে আমাকে খাইয়েছিলেন। পরের দিন তার পকেট থেকে টাকা দিয়ে আমার গাড়ি ভাড়ার ব্যবস্থাও করেছিলেন।’
চান্দিনা পৌরসভার প্রথম পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী জাহাঙ্গীর আলমের বড় ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন বলেন- ‘যারা সত্যিকারের ও আদর্শের রাজনীতি করেন এক সময় তাদের মূল্যায়ন হয়। আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপিও সেই মূল্যায়ন করেছেন। আমার পরিবারের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাই।’
উল্লেখ্য বীরমুক্তিযোদ্ধা মরহুম কাজী জাহাঙ্গীর আলমের স্ত্রী কাজী সখিনা আলম দীর্ঘদিন ধরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।