লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদের মধ্যে আওয়ামী লীগের ৫ জন, বিএনপি’র ৬ জন ও জামায়াত সমর্থিত ২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি পদে বিএনপি’র নুরউদ্দিন বাবুল ও জামায়াতের বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের নুরুল হুদা পাটোয়ারী, সহ-সম্পাদক পদে আওয়ামী লীগের মনোয়ার আহমদ চৌধুরী, বিএনপি’র খায়ের আলম, পাঠাগার সম্পাদক পদে বিএনপি’র মো. মোর্শেদ আলম শিপন।
সমিতির ২৪২ জন সদস্যের মধ্যে ২৩৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে সমিতির ১৩টি পদের মধ্যে ছয়টি পদে ছয় জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এর মধ্যে সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত মো. জিয়াউর রহমান, রেজাউল করিম রাজু, বিএনপি সমর্থিত মো. ফিরোজ উদ্দিন, মুনতাসিরুল হোসেন(মুন্নৃ), জামায়াত সমর্থিত সুফিয়ান কামাল শামীম ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিএনপি সমর্থিত শাহাদাত হোসেন বাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন আইনজীবী জহর লাল ভৌমিক, শামছুদ্দিন পাটোয়ারী ও মো. আব্দুল গফুর।
বিডি-প্রতিদিন/এস আহমেদ