টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় শহিদ উল্লাহ (৫১) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আশেকপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভুইয়া জানান, বৃহস্পতিবার ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার আশেকপুর এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় একজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। এসময় লাশের সাথে থাকা পরিচয় পত্র থেকে জানা যায় সে ফেনী জেলার দাগন ভুইয়া উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে শহিদ উল্লাহ। তিনি সৌদি আরবে চাকুরি করতেন। কয়েকদিন পূর্বে দেশে এসেছেন।
পূর্ব শক্রতার জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ