ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত সেই কৃষকের নাম মোশারেফ হোসেন মুশা (৪৫)।
মঙ্গলবার রাত ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মুশা শেখ তারাকান্দি গ্রামের মৃত মোকছেদ শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে গরুর ক্ষেত খাওয়া নিয়ে মুশার সঙ্গে পার্শ্ববর্তী দেলোয়ার হোসেনের ছেলের বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় ক্ষুব্দ দেলোয়ার হোসেন রাতে মুশা মিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দেলোয়ার হোসেন লাঠি দিয়ে মুশাকে পেটাতে থাকেন। চিৎকার শুনে স্থানীয়রা এসে মুশাকে উদ্ধার করে। এরপর হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।
নগরকান্দা থানার ওসি আফম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পরই দেলোয়ার ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে দেলোয়ারকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।"
বিডি-প্রতিদিন/ ১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩