পরিবহন ধর্মঘটকারীদের হাতে আটকা পড়েন কুমিল্লা-২ আসনের এমপি আমীর হোসেন ভূইয়াও। বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে এমপিকে নারায়ণগঞ্জ পুলিশের কয়েকটি টিম এসকর্ট করে সাইনবোর্ডে পৌঁছে তার গন্তব্যে দেয়।
উল্লেখ্য, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এর প্রতিবাদে গত রবিবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকেরা।
এরপর ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে গতকাল সোমবার এক চালকের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এরই প্রতিবাদে মঙ্গলবার থেকে পরিবহন শ্রমিকেরা ধর্মঘটের ডাক দেন।
বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৭/ফারজানা