টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দ্বায়িত্বরত আনসার ক্যাম্পে অস্ত্র লুটের মূলহোতা ও ক্যাম্প কমান্ডার পিসি আলি হোসেনকে হত্যাকারী রোহিংগা ডাকাত নুর আলমকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ৭ । র্যাব-৭ এর কমান্ডার লে. কর্ণেল আশিকুর রহমানের নেতৃত্বে র্যাব সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নুর আলমকে আটক করে।
তাকে নিয়ে র্যাব সদস্যরা গত রাতে অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু পশ্চিমকুল গহিন পাহাড়ি এলাকা থেকে আনসার ক্যাম্পের লুট হওয়া ৬টি অস্ত্র (এসএমজি এবং রাইফেল) উদ্ধার করেছে। বুধবার বেলা ১২ থেকে ১ টার মধ্যে ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্দুজ্জামান খান কামাল ও র্যাবের মহা পরিচালক বেনজির আহমদ এসে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১১ মে টেকনাফের নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পে হামলা চালিয়ে আনসার সদস্যকে হত্যা এবং ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ