বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের দ্বিতীয় দিনে লক্ষ্মীপুরে অচলাবস্থা দেখা দিয়েছে।
আজ বুধবার সকাল থেকে পৌর বাস টার্মিনাল, বেড়ীর মাথাসহ বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। এসময় সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। জেলা ও উপজেলা পর্যায়ের বাসটার্মিনালগুলো থেকে কোনো যানবাহন ছেড়ে যায়নি। সকল বাস কাউন্টার ছিল বন্ধ।
অন্দোলনরত শ্রমিকরা বলছেন, রাস্তায় চলাচলে দুর্ঘটনা হবে না এমন গ্যারান্টি দিতে হবে সরকারকে, আর তা নাহলে সাজাপ্রাপ্ত চালকের সাজা ক্ষমা করে জরিমানা আদায় করার দাবি জানান তারা।
এদিকে ভোলা বরিশালসহ বিভিন্ন স্থান থেকে এসে এখন আটকে পড়ে আছেন শত শত যাত্রী। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলগামী যাত্রীরা।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা সংক্রান্ত পৃথক মামলায় দুই চালকের সাজা দেন আদালত। এ খবর ছড়িয়ে পড়লে মালিক-শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের ডাক দেন।
বিডি প্রতিদিন/১ মার্চ ২০১৭/এনায়েত করিম