নাটোরে দ্বিতীয়দিনের মতো চলছে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট। গতকাল মঙ্গলবার দু'একটি বাস ছেড়ে যেতে দেখলেও আজ বুধবার সকাল থেকে তা একেবারেই বন্ধ। বন্ধ করে দেয়া হয়েছে কাউন্টারগুলো। দূরপাল্লার বাস না ছাড়ায় ভোগান্তিতে পড়ছে যাত্রীরা।
বাসচালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সড়ক দুর্ঘটনার মামলায় এক চালকের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সারা দেশব্যাপী চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট কর্মসূচি।
বিডি প্রতিদিন/১ মার্চ, ২০১৭/ফারজানা