নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষ্যে পুলিশ প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার ফারহাত আহমেদ, এএসপি (হেড কোয়াটার) মো. ইলিয়াস, এএসপি (সার্কেল) আবুল কালাম আজাদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, ট্রাফিক পরিদর্শক দেলোয়ার হোসেন, পরিদর্শক রুহুল আমিন প্রমুখ।
বক্তারা এ সময় পুলিশ বাহিনীতে কর্তব্যরত অবস্থায় নিহতদের স্মরণ করে বলেন, স্বাধীনতা যুদ্ধে বাংলদেশ পুলিশ বাহিনীর অবদান অবিস্মরণীয়। আজ পর্যন্ত জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। তাই সকলকে নিজের নিরাপত্তা বজায় রেখে দেশের জন্য কাজ করার আহবান জানানো হয়।
পরে বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে যে সকল পুলিশ আহত হয় তাদের সন্মাননা প্রদান করেন পুলিশ সুপার ফারহাত আহমেদ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ