পেশাগত দ্বায়িত্ব পালনকালে যে সমস্থ পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণে এই প্রথমবারের মত পুলিশ মেমোরিয়াল ডে পালিত হল। বুধবার বেলা ১২টায় নেত্রকোনা পুলিশ লাইন্স মাঠে নেত্রকোনা জেলার ১২ জন পুলিশ সদস্যের পরিবারকে সন্মাননা জানানো হয়। সেই সাথে অস্থায়ী বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ বিভাগ, জেলা প্রশাসনসহ সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ উপলক্ষে পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সভাপতিত্বে আলেচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।
এতে উপস্থিত ক্ষতিগ্রস্থ পুলিশ পরিবারের সদস্যরা তাদের কাউকে কাউকে চাকুরির সুযোগ বা পেনশন ব্যবস্থা করে দিয়ে তাদের সহায় হওয়ার অনুরোধ জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ