সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্ত্রীকে অস্ট্রোলিয়া-বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সৌজন্যে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় শিমুলের স্ত্রীর পক্ষে জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকার হাতে এ অনুদান তুলে দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন।
এ সময় প্রেস কাউন্সিলের সচিব শ্যামল কুমার কর, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, অস্ট্রোলিয়া-বাংলাদেশ প্রেস এন্ড এন্ড মিডিয়ার সাধারন সম্পাদক আব্দুল মতিন, সাংবাদিক আবু নসর, আতাউর রহমান ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফজল-এ-খোদা লিটন বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৭/মাহবুব