সাজানো মাদক মামলায় সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে বরিশালের উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশাল জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামানের নির্দেশে গত মঙ্গলবার রাতে জসিম উদ্দিন খানকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
বুধবার উজিরপুর থানার ওসি গোলাম ছরোয়ার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান, জসিম উদ্দিনের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সখ্যতা এবং মাদক উদ্ধারের নাটক সাজিয়ে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগ দীর্ঘ দিনের। সম্প্রতি কার্তিক ও নরেন নামে দুই ব্যক্তি তাদের মিথ্যা মাদক মামলায় হয়রানি করার কথা জানিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওযায় গত মঙ্গলবার রাতে এসআই জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।
উজিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির জানান, সাময়িক বরখাস্ত করা ছাড়াও চূড়ান্ত তদন্তে অভিযোগ প্রমাণিত হলে এসআই জসিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে। বিভাগীয় মামলায় এসআই জসিমকে সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে চূড়ান্ত বরখাস্ত করা হতে পারে।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৭/মাহবুব