সুন্দরবনে অভিযান চালিয়ে নয় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড কৈখালী ক্যাম্পের সদস্যরা। আজ বুধবার দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাদার নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জালগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের পেটি অফিসার শাফিকুর রহমান জানান, জব্দ নয় হাজার মিটার কারেন্ট জালের মূল্য তিন লক্ষাধিক টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/১ মার্চ ২০১৭/এনায়েত করিম