বরিশাল জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলে ত্রি-বার্ষিক সম্মেলন শেষে রাতে কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মাহেরু বেগমকে সভাপতি এবং মনিরুন নাহার মেরীকে সাধারণ সম্পাদক করে বরিশাল জেলা এবং ফেরদৌস নাহারকে সভাপতি ও কোহিনুর বেগমকে সাধারণ সম্পাদক করে বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
এর আগে মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা শাহানারা আবদুল্লাহ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রিয় সহ-সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি এবং মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও যুগ্ন সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ সম্মেলনে অতিথির বক্তৃতা করেন।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৭/মাহবুব