নীলফামারীর ডোমারে অজ্ঞাত এক হিজড়ার (৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে জেলার ডোমার উপজেলার গোমনাতী গ্রামের চৌরঙ্গী বাজার এলাকার অদুরে বুড়ি তিস্তা নদীর দুর্গম এলাকার একটি ভুট্টা ক্ষেত হতে লাশটি উদ্ধার করে পুলিশ।
ডোমার থানার এসআই আরমান আলী জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক হিজড়ার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে কে বা কাহারা তাকে হত্যা করে ফেলে রেখে চলে যায়। নিহত হিজড়ার পরনে লাল শাড়ি, হাতে চুড়ি ছিল। গলায় দড়ি লাগানো এবং গলা কাটা ছিল। লাশের ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।