দিনাজপুর-ঢাকা রেলওয়ে পথে চলাচলকারী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরে লাইনচ্যুত হলে ওই রেলরুটে ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে পার্বতীপুর রেল জংশনের এমএল-১২ পয়েন্টে দিনাজপুর-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির এমটি র্যাক পার্বতীপুরে ঢোকার সময় ট্রেনের ৬৫২৪ নং ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এতে পার্বতীপুর-দিনাজপুর ও পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
রিলিভ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করলে সকাল ১০টা ৪০মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে বিভাগের পক্ষ থেকে রেলওয়ে সহকারী ট্রাফিক সুপারিনডেনটেন্ড সাজ্জাদ হোসেনকে প্রধান করে ও পাকশী রেলওয়ে বিভাগের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট অনুরুপ আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পার্বতীপুর রেল স্টেশন মাস্টার শোভন রায় জানান- ট্রেন লাইনচ্যুত হবার ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।