রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫-১৬ জন। বুধবার দিনগত রাত সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ঠাঁকুরগাঁও অভিমুখী ‘রুপসী পরিবহন’র (ঢাকা মেট্রো ব ১১-০৬৭৩) বাসটি পীরগঞ্জ থানাধীন মকিমপুর ফায়ার সার্ভিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলে তিনজন নিহত হন, আহত হন ১৫-১৬ জন।
আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৭/এনায়েত করিম