কক্সবাজারের টেকনাফ সীমান্তের লবণ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৩০ লাখ টাকা।
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, বৃহস্পতিবার (২ মার্চ) ভোরে তারই নেতৃত্বে কয়েকজন গোপন সংবাদের ভিত্তিতে নাফনদী সংলগ্ন সাবরাং লেজির পাড়া লবণ মাঠে নাজির পাড়া বিওপির একটি বিশেষ টহলদল উৎপেতে থাকে। এসময় কয়েকজন লোককে একটি ব্যাগ হাতে নিয়ে বিজিবি টহলদলের সামনে আসতে দেখে টহলদল তাদেকে চালেঞ্জ করে।
আকস্মিক বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবাবহনকারীরা তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত গ্রামের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ব্যাগ তল্লাশী করে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো বিনষ্টের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৭/মাহবুব/হিমেল