নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে কাজল কুমার সরকার (২২) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের বিশেষ পিপি এ কে এম শাজাহান কবির জানান।
মামলার অভিযোগে বলা হয়, বিয়ের তিন মাসের মধ্যে যৌতুকের দাবিতে ২০১৫ সালের ১২ অক্টোবর কাজল তার স্ত্রী মিনা রানীকে শ্বাসরোধে হত্যা করেন। মেয়েটির বাবা পরদিন থানায় মামলা দায়ের করলে পুলিশ কাজলকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৭/মাহবুব