কুষ্টিয়ার মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় আফরোজা খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফরোজা খাতুন মেহেরপুরের কারশেদ পাড়ার আজমান হোসেনের স্ত্রী।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকালে আফরোজা তার দেবর মহিফুজুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। পথে মিরপুর বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান আফরোজা। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৭/এনায়েত করিম