কুমিল্লার চৌদ্দগ্রামে জসিম উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট এ রায় দেন। জসিম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুল লতিফের পুত্র।
জানা গেছে, আনন্দপুর সীমান্ত ফাঁড়ি বিজিবির নায়েক সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি জসিম উদ্দিনকে (৪৫) বৃহস্পতিবার সকালে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে প্রমাণের ভিত্তিতে ছয় মাসের সাজা দেয়া হয়।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৭/হিমেল