বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের সুজাউদ্দিন খেয়াঘাট বাজার থেকে মাছুম খান নামে এক যুবককে ৩শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার সকালে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার মাছুম খান ওই ইউনিয়নের ধূপতি গ্রামের আহম্মদ খানের ছেলে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান জানান, মাছুমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৭/এনায়েত করিম