সাভারে একটি বহুতল ভবন থেকে পড়ে এক সেনিট্যারি মিস্ত্রি আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার নয়াবাড়ী মহল্লার মফিজুল ইসলামের বাড়িতে এঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই বহুতল ভবনের নির্মাণ শ্রমিকরা জানায়, সকালে নয়াবাড়ী এলাকার মফিজুল ইসলামের ছয়তলা ভবনের চারতলায় কাজ করছিলেন সেনিট্যারি মিস্ত্রি বাহাদুর হাওলাদার। এসময় রশি ছিড়ে সে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (অপারেশন ) ওটি ইনচার্য নাছির উদ্দিন জানান, ওই শ্রমিকের দুই হাত ও এক পা ভেঙ্গে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। এঘটনার পর থেকে ওই বাড়ির কনট্রাকটার তারেক পলাতক রয়েছে। আহত ওই শ্রমিক বরিশাল জেলার ঝালকাঠি থানার বাহিয়াদিয়া গ্রামের নুর ইসলাম হাওলাদারের ছেলে। তিনি সাভার থানা বাসষ্ট্যান্ড এলাকায় আলমাস মিয়ার বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন।
বিডি প্রতিদিন/২ মার্চ ২০১৭/হিমেল