কুমিল্লার চৌদ্দগ্রামে ৩১ ভরি ২ আনা ওজনের একটি স্বর্ণের বারসহ নবদীপ ভারতী সুমন (৩৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আটক সুমন চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ধর্মপুর গ্রামের দুলাল ভারতীর ছেলে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. নাজমুল হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার এলাকায় বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মুক্তা পরিবহনের একটি যাত্রিবাহী বাসে অভিযান চালিয়ে ৩১ ভরি ২ আনা ওজনের স্বর্ণের বারসহ সুমনকে আটক করা হয়। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৭/এনায়েত করিম