নওগাঁর মান্দায় খাইরুল ইসলাম (২২) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পারইল গ্রামের ইউসুফ আলীর ছেলে। শনিবার সকালে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, খাইরুল ইসলাম একাধিক মামলার পলাতক আসামি এবং জেএমবির সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ