বগুড়ার ধুনটে বিপ্লব চন্দ্রশীল (২১) নামের এক নরসুন্দরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার এলাংগী হিন্দুপাড়া গ্রামের দিপু চন্দ্রশীলের ছেলে।
ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, শনিবার সকাল ৭ টায় বিপ্লবের বাড়ির পাশে খালের কিনারা থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ণ দেখা যায়নি। ওসি আরো জানান, কী কারণে কারা হত্যা করলো সে বিষয়য়ে তদন্ত করে দেখা হচ্ছে।
নিহতের বাবা দিপু চন্দ্রশীল জানান, বিপ্লব এলাংগী বাজারে নরসুন্দরের কাজ করতো। গত শুক্রবার রাত ৭ টায় বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফিরে নাই। শনিবার সকালে তার লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কারা এ হত্যার সাথে জড়িত, তা তিনি জানাতে পারেননি।
বিডি প্রতিদিন/এ মজুমদার