টাঙ্গাইল পৌর এলাকার ভাল্লুককান্দি সড়কে গতিরোধকে ধাক্কা লেগে মাজিদুর রহমান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মাজিদুর রহমান মন্ডল গ্রুপের একটি নিটিং ফ্যাক্টরির শ্রমিক ও টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়নাতদন্তের জন্য নিহত মাজিদুরের মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ