পাঠ্য পুস্তকে সাম্প্রদায়িকীকরন শীর্ষক মতবিনিময় সভা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখা। শনিবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি সন্তু মিত্র।
সভায় বক্তব্য রাখেন খেলাঘর সভাপতি জীবন কৃষ্ণ দে, অধ্যাপক নজরুল হক নিলু, অধ্যাপক জলিলুর রহমান, সহকারী অধ্যাপক দুলাল মজুমদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট স্কুল কমিটির সভাপতি প্রদীপ্ত সুন্দর সাহা প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মনিষা চক্রবর্তী বলেন, "২০১৭ সালে পাঠ্য পুস্তকে প্রগতিশীল লেখকদের লেখা বাদ দিয়ে ভুলে ভরা সাম্প্রদায়িক পাঠ্য পুস্তক প্রনয়ন করা হয়েছে। এর প্রতিবাদে এবং প্রগতিশীল লেখকদের লেখা অর্ন্তভুক্ত করা সহ ভুল সংশোধন করে নতুন করে পাঠ্য পুস্তক প্রনয়ন এবং এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়েছে মত বিনিময় সভায়।"
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০