মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন মামলার ৩৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সূত্রে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।
বিডি প্রতিদিন/এ মজুমদার