কক্সবাজারের পেকুয়া উপজেলায় ৬৪ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সিকদারপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সরওয়ার উদ্দিন প্রকাশ বারেক (৩৮) ও তার স্ত্রী কামরুনেচ্ছা (৩০)। বারেক সিকদারপাড়ার নুরুছ সোবহানের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সিকদারপাড়ায় অভিযান চালিয়ে ৬৪ পিস ইয়াবাসহ ওই দম্পত্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির এক হাজার টাকা ও সেবন উপকরণ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৭/এনায়েত করিম