নোয়াখালীর সোনাপুর ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এ কলেজের দীর্ঘ ৩৫ বছর পর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও সোনাপুর কলেজ পরিচালনা পর্ষদেও সভাপতি একরামুল করিম চৌধুরী এমপি।
কলেজ অধ্যক্ষ প্রদীপ নারায়ন শাহার সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুিলশ সুপার মো. ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন, পুনর্মিলনী কমিটির যুগ্ন আহব্বায়ক জাহিদুর রহমান, সোনাপুর কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি ফুয়াদ হোসেন প্রমুখ। এর আগে এক বর্নাঢ্য র্যালী বের হয়। সন্ধ্যার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার