নাটোরের বড়াইগ্রামে দুই জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল মেরিগাছা উত্তরপাড়া গ্রামের গেদু প্রামাণিকের ছেলে সাহাবুদ্দিন মাস্টার (৪৬) এবং আব্দুর রাজ্জাকের ছেলে রহিদুল ইসলাম (৪৩)।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মেরিগাছা গ্রাম থেকে তাদের আটক করা হয়। বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,
তিনি বলেন, "নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সংশ্লিষ্টতার অভিযোগে ২০০৯ সালে রাজশাহীর বোয়ালিয়া থানায় তাদের দুজনের নামে মামলা দায়ের করা হয়। এ সময় তাদেরকে গ্রেফতারও করা হয়। শুক্রবার দেশব্যাপী জঙ্গী বিরোধী অভিযানের অংশ হিসেবে এবং নাশকতার আশঙ্কায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠানো হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫